১০ এপ্রিল, ২০২১ ২০:৩২

নারায়ণগঞ্জে লঞ্চডুবি: কার্গো জাহাজের ৫ জনের দোষ স্বীকার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে লঞ্চডুবি: কার্গো জাহাজের ৫ জনের দোষ স্বীকার

ফাইল ছবি

নারায়ণগঞ্জে লঞ্চ ডুবিয়ে ৩৪ জনের প্রাণহানির ঘটনায় দায়েরকৃত মামলায় ‘এমভি-এসকেএল-৩’ নামে কার্গো জাহাজ থেকে গ্রেফতারকৃত মাস্টার ড্রাইভারসহ ৫ জন রিমান্ডে তাদের দোষ স্বীকার করেছেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- ‘অহিদুর জামান (৫০), মজনু মোল্লা ( ৩৮), আনোয়ার মল্লিক (৪০), হৃদয় হাওলাদার (২০) ও মো. ফারহান মোল্লা (২৭)।

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, রিমান্ডে নেওয়া আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কার্গো জাহাজ দিয়ে লঞ্চটিকে ডুবিয়ে দেওয়ার দোষ স্বীকার করেছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ চলছে। তাদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী করানোর চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল বিকেল সাড়ে ৬টায় সদর উপজেলার সৈয়দপুর কয়লাঘাট এলাকায় একটি কার্গো জাহাজ ধাক্কা দিয়ে অর্ধশতাধিক যাত্রীবাহী ‘এমভি সাবিত আল হাসান’ নামে লঞ্চটিকে ডুবিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ৬ এপ্রিল পর্যন্ত ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর