নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়ার সাদিপুর এলাকায় এ দুর্ঘটনায় ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতরা হলেন হবিগঞ্জ সদরের আশারা এলাকার রহমত আলী (৩৭) ও তার ভাগ্নে ছায়েদ মিয়া (৩০)।
কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল যোগে ছায়েদ মিয়া ও রহমত আলী কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে সাদিপুর এলাকার পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশনের সামনে উল্টো পথে বেপরোয়া গতিতে আসায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এতে দুই মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ক্লিনিকে ভর্তি করলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় । ট্রাকটি আটক করা হলেও চালক হেলপার পালিয়ে যায়। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
তিনি আরও জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে কিন্তু চালক ও হেলপার পলাতক। তাদের আটকের চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন