গাজীপুরের শ্রীপুর উপজেলায় মমিন উদ্দিন নামের এক ব্যক্তি জনৈক একজন চিকিৎসা প্রযুক্তিবিদের নাম ও সিল ব্যবহার করে ১১ বছর ধরে মানবদেহের নমুনা পরীক্ষার সনদে স্বাক্ষর করে আসছিলেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার বরমী বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তা ধরা পড়ে। মমিন উদ্দিন বরমী বাজারের বাসিন্দা। তার বাবার নাম গোলাম মোর্তজা।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, মমিন উদ্দিন গত ১১ বছর যাবৎ জনৈক চিকিৎসা প্রযুক্তিবিদ নজরুল ইসলামের নাম ও সিল ব্যবহার করছেন। তিনি ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে মানবদেহের নমুনা পরীক্ষার সনদ দিয়ে আসছিলেন। তার এ সংক্রান্ত কোনো যোগ্যতা না থাকায় তিনি আরেকজনের নাম ও সীল ব্যবহার করছিলেন।
অভিযানে বিষয়টি চিহ্নিত হওয়ার পর তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই