১৯ এপ্রিল, ২০২১ ০৫:০৭

ডাক্তার না হয়েও ডাক্তার লিখে বিজ্ঞাপন!

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডাক্তার না হয়েও ডাক্তার লিখে বিজ্ঞাপন!

ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার লিখে বিজ্ঞাপন প্রচার করায় এক পল্লী চিকিৎসককে ২০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। 

রবিবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জামায়াতের আমির পল্লী চিকিৎসক সেলিম রেজাকে এ অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

দণ্ডপ্রাপ্ত সেলিম রেজা দীর্ঘদিন ধরে নামের সঙ্গে ডাক্তার পদবি ব্যবহার করে গোপালপুর বাজারে প্র্যাকটিস করে আসছিলেন।  

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী ও গোপালপুর বটতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ডিপ্লোমা পাস পল্লী চিকিৎসক হয়েও নামের সঙ্গে ডাক্তার পদবি লিখে বিজ্ঞাপন প্রচারের দায়ে সেলিম রেজাকে ২০ হাজার টাকা ও একই বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একটি ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মুকুন্দগাঁতী বাজারে ইফতার সামগ্রী এবং ফলের দোকানে মূল্য তালিকা না ঝোলানো ও মেমো সংরক্ষণ না করায় আরও তিনটি দোকানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর