লকডাউন পরিস্থিতিতে দেশে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগদ সহায়তা প্রদান অব্যাহত রয়েছে নেত্রকোনাতেও। এরই অংশ হিসেবে পবিত্র মাহে রমজান ও লকডাউন পরিস্থিতিতে নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন এলাকার চারশত নারী পুরুষের মাঝে ৫ শত করে (জি আর) নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় শহরের আঞ্জুমান আদর্শ স্কুল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়।
এসময় হত-দরিদ্রদের মাঝে নগদ অর্থ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাহমুদ ও পৌর কাউন্সিলর এসএম মহসীন আলম। বিতরণ অনুষ্ঠানে সকল ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর