বগুড়ায় পৃথকভাবে দুই দরিদ্র কৃষকের ৬৮ শতক জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের নুরুইল গ্রামের দরিদ্র কৃষক আসলাম হোসেনের ২৮ শতক ও সাবগ্রাম ইউনিয়নের খিদ্রধামা গ্রামের কৃষক আলগীর হোসেনের ৪০ শতক ধান কেটে মাড়াই করে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের খিদ্রধামা এলাকার দরিদ্র কৃষক আলমগীর হোসেনের (৬৭) ৪০ শতক জমির ধান কেটে মাড়াই করে দিয়েছেন তারা।
এ সময় ধান কাটেন জেলা ছাত্রলীগ সদস্য, সেলিম রেজা, জেলা ছাত্রলীগ নেতা ইউসুফ, জ্বীম, আহাদ, মোমিন, রবিউল, রায়হান, শহর ছাত্রলীগ নেতা শামীম ফরহাদ, শাহরিন, শাহসুলতান কলেজ ছাত্রলীগ নেতা রব্বানী হোসেন, ফজলে রাব্বী, শুভ সহ আরও অনেকে।
বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দরিদ্র কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছি। এর আগেও আমরা সাবগ্রামের চান্দপাড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। এ কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।
অপরদিকে শুক্রবার সকালে বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম পারভেজের নেতৃত্বে সদরের শেখেরকোলার আসলাম হোসেনের জমির ধান দুপুরের মধ্যে কেটে মাড়াই শেষে ঘরে তুলে দেয়। এ সময় ধান কাটেন ছাত্রলীগ নেতা আব্দুর রউফ সুইট, রাফি, নাহিদ আদনান আভি, আরাফাত, সনজু, প্লাবন, লেমন, স্বাগতম সহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/আল আমীন