মুন্সীগঞ্জে করোনা প্রভাবে ও লকডাউনে ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় পাঁচ হাজার পরিবার পেলো এক মাসের খাদ্য সহায়তা। মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয় থেকে আজ শনিবার সকালে দিনব্যাপী কর্মহীন পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা পৌছে দেওয়ার এই কার্যক্রম শুরু হয়।
সমাজ সেবক মো. সিরাজুল ইসলামের সহায়তায় ও অর্থায়নে প্রতি পরিবারের মাঝে ২৫ কেজি চাল, দুই পদের ডাল লবণ, সেমাই, চিনি, তেল, খেজুর, ছোলা, ঘি, কিচমিচিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী রবিন হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ রানা দুলাল, ব্যবসায়ী হাজী মো. আল-আমিন মোল্লা, সমাজ সেবক ইমরান শেখসহ স্থানীয় ব্যক্তিরা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির