লক্ষীপুরের রায়পুর উপজেলায় 'বাংলাদেশ কোস্টগার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন'-এর উদ্যেগে দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে বাংলাদেশ কোস্টগার্ড রায়পুর পূর্বজোনের ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ করা হয়।
উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়ন ও উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে হতদরিদ্র ও অসহায় দুই’শ মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. এম. আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় কোস্টগার্ডের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কোস্টগার্ড রায়পুর পূর্বজোনের কন্টিনজেন্ট কমান্ডার মো. তৌহিদুল ইসলাম বলেন, 'দুটি ইউনিয়নের অসহায়, দুস্থ, প্রতিবন্ধি ও হতদরিদ্র দুই’শ মানুষের মাঝে চাল, ডাল, আটা, ছোলা ও লবণসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড সবসময় মানবতার সেবা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির