মাদারীপুরের শিবচরের পদ্মায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে স্পিডবোট ডুবে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে সোমবার (৩ মে) ভোর ৬টার এ ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান জানান, ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোটে যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি এলে ঘাটের কাছে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে স্পিডবোটটির।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো অভিযান চলছে।
বিডি প্রতিদিন/হিমেল