নোয়াখালী জেলা শহর মাইজদী শহিদ ভুলু স্টেডিয়ামের সামনের প্রধান সড়কে অগ্নিকান্ডে দুইটি দোকান, ছয়টি অটো রিকশা ও একটি বাসায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে। এত প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক দুইটায়।
ক্ষতিগ্রস্তরা জানান, রাত আনুমানিক দুইটার দিকে বৈদুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। ঘটনার আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়। তারা সরকারের কাছে দ্রুত সহযোগীতা কামনা করেন।
মাইজদী ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র অফিসার মো: আফছার উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি। এতে দুইটি দোকান ও একটি বাসা পুড়ে যায়। এতে বেশ ক্ষতি হয়েছে বলে জানান।
বিডি প্রতিদিন/হিমেল