কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা ঘাটে ফেরি থেকে পড়ে বাবুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দুপুরে ফেরিতে কাজ করার সময় লোহার পাইপের সাথে ধাক্কা লেগে ফেরি থেকে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ গ্রামের ময়না মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল বালিখলা ঘাটে ফেরিতে কাজ করতেন। তিনি কিশোরগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক কর্মী ছিলেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন