শিরোনাম
৮ মে, ২০২১ ১৬:৪৪

রংপুরে করোনা বিধি উপেক্ষা করে ঈদ বাজারে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে করোনা বিধি উপেক্ষা করে ঈদ বাজারে মানুষের ঢল

রংপুরে করোনা বিধি উপেক্ষা করে ঈদ বাজারে সকল শ্রেণি পেশার মানুষের ঢল নেমেছে। উচ্চ বিত্ত, মধ্য বিত্ত, নিম্মবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ যার যার সাধ্যমত কেনাকাটা করছেন। ফলে জমজমাট ভাবে চলছে ঈদ বাজার। 

বড় বড় বিপণী বিতানের পাশাপাশি ফুটপাটের দোকানদাগুলোতে কেনাকাটায় মানুষের পদচারণায় মুখর। ফুটপাতের দোকানগুলোতে সাধারণত রিক্সা চালক, দিন মজুরসহ বিভিন্ন পেশার মানুষের ভিড়ই বেশি। 

শহরের সালেক মার্কেট, স্টেশন মার্কেট, জামাল মার্কেট, হনুমানতলা মার্কেটগুলোতে মধ্যবিত্ত আয়ের মানুষের সংখ্যাই বেশি। জেলা পরিষদ সুপার মার্কেট, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স, গোল্ডেন টাওয়ার বিপণী বিতান, রজনীগন্ধা, শাহ আমানত, কারুপণ্য, সিটি প্লাজা বড় বড় বিতনী বিতানগুলোতে উচ্চ আয়ের মানুষ কেনাকাটার জন্য ভীড় করছে। তবে সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না অনেক স্থানেই। নগরীতে যানজট ছিল স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি। 

মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন জানান, 'সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীরা ব্যাপক প্রচরণা চালাচ্ছেন। তারপরেও অনেকে স্বাস্থ্য বিধি মানছেন না।' 

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর