কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে লাকসামে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এই সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন শামিম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বাবু শম্ভু সাহা, সহ-সভাপতি আলমগীর কবির, সাইফুল ইসলাম টুটুল, সদস্য মো. শাহ আলম, শোকর আলী, মো. জসিম উদ্দিন প্রমুখ।
সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন শামিম বলেন, আপনারা মহামারী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা মেনে চলবেন। সুখ-দুঃখ নিয়ে সকলে মিলে মিশে চলতে হবে। সংগঠন সব সময়ে আপনাদের পাশে ছিল, আছেও থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর