সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। আজ বুধবার বেলা সাড়ে ১১টার সময় স্থানীয় প্রেসক্লাবের সামনে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রবীণ সাংবাদিক মো. তসলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাফরুল আলম, সাবেক সভাপতি এমরান ফারুক মাসুম, সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কামার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোপলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দিলু, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, প্রবীণ সাংবাদিক শামশুল হক টুকু প্রমুখ।
সভায় বক্তাগণ সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর তীব্র প্রতিবাদসহ তার নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় সমাবেশ থেকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার