ভাঙ্গায় ১৮৫ বছরের পুরোনো মদন মোহন জিউ মন্দিরে এখনো চলে পূজা অর্চনা। প্রতিষ্ঠাকালীন ইট সিমেন্টের পুরাতন দালান ভবন প্রত্নতত্ত্বের সাক্ষ্য বহন করে। এটির নির্মাণশৈলী নান্দনিক। ছোট ভবনে একটি বারান্দা রয়েছে। মূল ভবনে একটি দরজা রয়েছে। দরজার দুই পাশে রয়েছে দুটি বড় আকৃতির জানালা। ১৩ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত এ মন্দিরের মূল পুরাতন ভবনটি পশ্চিমমুখী। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে মন্দিরটির অবস্থান ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন ভাঙ্গা মহিলা কলেজ সড়কের শুরুতেই, দক্ষিণ পাশে। এটি ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী মহল্লায় পড়েছে। সরেজমিন মন্দিরে গিয়ে দেখা যায়, মন্দিরের গায়ে পাথরে খচিত রয়েছে শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির। প্রতিষ্ঠাতা হিসেবে নাম রয়েছে হরিজন কিঙ্কর শ্রী হরকুমার সাহা, ঢেউখালী। প্রতিষ্ঠাকাল ১৩৪৭ বঙ্গাব্দের ২৩ অগ্রহায়ণ। প্রতিষ্ঠাতা শ্রী হর কুমার সাহার বাড়ি মন্দির থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বর্তমান সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ঢেউখালী গ্রামে। তিনি ধনী ব্যবসায়ী ছিলেন। ফরিদপুরের সেই সময়ের পুরোনো ব্যবসা কেন্দ্র ভাঙ্গা বাজারেও তিনি ব্যবসা সম্প্রসারণ করেন। এই সূত্রে তিনি তৎকালীন সদরপুর থানার ঢেউখালী গ্রামের পাশাপাশি ভাঙ্গা থানার তৎকালীন ভাঙ্গা ইউনিয়নের ছিলাধরচর গ্রামে (বর্তমান ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লা) বাড়ি তৈরি করেন। ছিলাধরচর মহল্লার প্রবীণ ব্যক্তি শচীন্দ্র নাথ দত্ত (৭৬) বলেন, ‘আমি আমার বাবার কাছে শুনেছি এ মন্দিরের গল্প। প্রতিষ্ঠাতা ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তিনি ভারতের নবদ্বীপ তীর্থস্থানে গিয়ে পিতলের প্রতিমা এনে এ মন্দিরে স্থাপন করেন।’ ভাঙ্গার হোগলাডাঙ্গী মহল্লার বাসিন্দা মো. করিম মুন্সী বলেন, ‘এ মন্দিরে পিতলের প্রতিমার পাশাপাশি চন্দন কাঠের প্রতিমা ছিল। ১৯৭১ সালে এ মন্দিরের মূল্যবান প্রতিমাসহ মন্দিরের দরজা, জানালা লুট হয়েছিল।’ এ মন্দিরের প্রতিষ্ঠাতার পরবর্তী বংশধররা কেউ আর এদেশে নেই। তারা ভারতে চলে গেছেন। এ মন্দিরের পাশেই এলাকাবাসীর উদ্যোগে দুর্গামন্দির প্রতিষ্ঠা করা হয়। এ মন্দিরের বর্তমান পুরোহিত বিপুল চক্রবর্তী। তিনি বলেন, এখানে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে আমার বাবা কমল চক্রবর্তী পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে আমার দাদা (বাবার বাবা) ক্ষেত্রমোহন চক্রবর্তী দায়িত্ব পালন করেছেন। এ মন্দিরে প্রতিদিন পূজা অর্চনা হয়। বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ এ মন্দিরে পূজা দিতে আসেন।
শিরোনাম
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’