ভাঙ্গায় ১৮৫ বছরের পুরোনো মদন মোহন জিউ মন্দিরে এখনো চলে পূজা অর্চনা। প্রতিষ্ঠাকালীন ইট সিমেন্টের পুরাতন দালান ভবন প্রত্নতত্ত্বের সাক্ষ্য বহন করে। এটির নির্মাণশৈলী নান্দনিক। ছোট ভবনে একটি বারান্দা রয়েছে। মূল ভবনে একটি দরজা রয়েছে। দরজার দুই পাশে রয়েছে দুটি বড় আকৃতির জানালা। ১৩ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত এ মন্দিরের মূল পুরাতন ভবনটি পশ্চিমমুখী। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে মন্দিরটির অবস্থান ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন ভাঙ্গা মহিলা কলেজ সড়কের শুরুতেই, দক্ষিণ পাশে। এটি ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী মহল্লায় পড়েছে। সরেজমিন মন্দিরে গিয়ে দেখা যায়, মন্দিরের গায়ে পাথরে খচিত রয়েছে শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির। প্রতিষ্ঠাতা হিসেবে নাম রয়েছে হরিজন কিঙ্কর শ্রী হরকুমার সাহা, ঢেউখালী। প্রতিষ্ঠাকাল ১৩৪৭ বঙ্গাব্দের ২৩ অগ্রহায়ণ। প্রতিষ্ঠাতা শ্রী হর কুমার সাহার বাড়ি মন্দির থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বর্তমান সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ঢেউখালী গ্রামে। তিনি ধনী ব্যবসায়ী ছিলেন। ফরিদপুরের সেই সময়ের পুরোনো ব্যবসা কেন্দ্র ভাঙ্গা বাজারেও তিনি ব্যবসা সম্প্রসারণ করেন। এই সূত্রে তিনি তৎকালীন সদরপুর থানার ঢেউখালী গ্রামের পাশাপাশি ভাঙ্গা থানার তৎকালীন ভাঙ্গা ইউনিয়নের ছিলাধরচর গ্রামে (বর্তমান ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লা) বাড়ি তৈরি করেন। ছিলাধরচর মহল্লার প্রবীণ ব্যক্তি শচীন্দ্র নাথ দত্ত (৭৬) বলেন, ‘আমি আমার বাবার কাছে শুনেছি এ মন্দিরের গল্প। প্রতিষ্ঠাতা ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তিনি ভারতের নবদ্বীপ তীর্থস্থানে গিয়ে পিতলের প্রতিমা এনে এ মন্দিরে স্থাপন করেন।’ ভাঙ্গার হোগলাডাঙ্গী মহল্লার বাসিন্দা মো. করিম মুন্সী বলেন, ‘এ মন্দিরে পিতলের প্রতিমার পাশাপাশি চন্দন কাঠের প্রতিমা ছিল। ১৯৭১ সালে এ মন্দিরের মূল্যবান প্রতিমাসহ মন্দিরের দরজা, জানালা লুট হয়েছিল।’ এ মন্দিরের প্রতিষ্ঠাতার পরবর্তী বংশধররা কেউ আর এদেশে নেই। তারা ভারতে চলে গেছেন। এ মন্দিরের পাশেই এলাকাবাসীর উদ্যোগে দুর্গামন্দির প্রতিষ্ঠা করা হয়। এ মন্দিরের বর্তমান পুরোহিত বিপুল চক্রবর্তী। তিনি বলেন, এখানে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে আমার বাবা কমল চক্রবর্তী পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে আমার দাদা (বাবার বাবা) ক্ষেত্রমোহন চক্রবর্তী দায়িত্ব পালন করেছেন। এ মন্দিরে প্রতিদিন পূজা অর্চনা হয়। বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ এ মন্দিরে পূজা দিতে আসেন।
শিরোনাম
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
- যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
- ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো
- সাংবাদিক সুভাষ সিংহের ব্যাংক হিসাব অবরুদ্ধ
- টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন, আনন্দমুখর শিক্ষার নতুন দিগন্ত
- সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
- বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- গণভোটের ব্যালটে থাকছে যে প্রশ্ন
- ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত
- যাত্রাবাড়ীতে চুরির মিথ্যা অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা
- ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন
- বগুড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩
- নাশকতা প্রতিরোধে মাঠে সোনারগাঁ বিএনপি
- দিলারা জামানকে নিয়ে সাত পর্বের ধারাবাহিক
- উইন্ডিজকে সহজেই হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৬৮ মামলা
১৮৫ বছরের মদন মোহন জিউ মন্দির
অজয় দাস, ভাঙ্গা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর