ভাঙ্গায় ১৮৫ বছরের পুরোনো মদন মোহন জিউ মন্দিরে এখনো চলে পূজা অর্চনা। প্রতিষ্ঠাকালীন ইট সিমেন্টের পুরাতন দালান ভবন প্রত্নতত্ত্বের সাক্ষ্য বহন করে। এটির নির্মাণশৈলী নান্দনিক। ছোট ভবনে একটি বারান্দা রয়েছে। মূল ভবনে একটি দরজা রয়েছে। দরজার দুই পাশে রয়েছে দুটি বড় আকৃতির জানালা। ১৩ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত এ মন্দিরের মূল পুরাতন ভবনটি পশ্চিমমুখী। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে মন্দিরটির অবস্থান ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন ভাঙ্গা মহিলা কলেজ সড়কের শুরুতেই, দক্ষিণ পাশে। এটি ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী মহল্লায় পড়েছে। সরেজমিন মন্দিরে গিয়ে দেখা যায়, মন্দিরের গায়ে পাথরে খচিত রয়েছে শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির। প্রতিষ্ঠাতা হিসেবে নাম রয়েছে হরিজন কিঙ্কর শ্রী হরকুমার সাহা, ঢেউখালী। প্রতিষ্ঠাকাল ১৩৪৭ বঙ্গাব্দের ২৩ অগ্রহায়ণ। প্রতিষ্ঠাতা শ্রী হর কুমার সাহার বাড়ি মন্দির থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বর্তমান সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ঢেউখালী গ্রামে। তিনি ধনী ব্যবসায়ী ছিলেন। ফরিদপুরের সেই সময়ের পুরোনো ব্যবসা কেন্দ্র ভাঙ্গা বাজারেও তিনি ব্যবসা সম্প্রসারণ করেন। এই সূত্রে তিনি তৎকালীন সদরপুর থানার ঢেউখালী গ্রামের পাশাপাশি ভাঙ্গা থানার তৎকালীন ভাঙ্গা ইউনিয়নের ছিলাধরচর গ্রামে (বর্তমান ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লা) বাড়ি তৈরি করেন। ছিলাধরচর মহল্লার প্রবীণ ব্যক্তি শচীন্দ্র নাথ দত্ত (৭৬) বলেন, ‘আমি আমার বাবার কাছে শুনেছি এ মন্দিরের গল্প। প্রতিষ্ঠাতা ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তিনি ভারতের নবদ্বীপ তীর্থস্থানে গিয়ে পিতলের প্রতিমা এনে এ মন্দিরে স্থাপন করেন।’ ভাঙ্গার হোগলাডাঙ্গী মহল্লার বাসিন্দা মো. করিম মুন্সী বলেন, ‘এ মন্দিরে পিতলের প্রতিমার পাশাপাশি চন্দন কাঠের প্রতিমা ছিল। ১৯৭১ সালে এ মন্দিরের মূল্যবান প্রতিমাসহ মন্দিরের দরজা, জানালা লুট হয়েছিল।’ এ মন্দিরের প্রতিষ্ঠাতার পরবর্তী বংশধররা কেউ আর এদেশে নেই। তারা ভারতে চলে গেছেন। এ মন্দিরের পাশেই এলাকাবাসীর উদ্যোগে দুর্গামন্দির প্রতিষ্ঠা করা হয়। এ মন্দিরের বর্তমান পুরোহিত বিপুল চক্রবর্তী। তিনি বলেন, এখানে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে আমার বাবা কমল চক্রবর্তী পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে আমার দাদা (বাবার বাবা) ক্ষেত্রমোহন চক্রবর্তী দায়িত্ব পালন করেছেন। এ মন্দিরে প্রতিদিন পূজা অর্চনা হয়। বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ এ মন্দিরে পূজা দিতে আসেন।
শিরোনাম
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের