মোটরসাইকেল প্রতিদিনই কান্না বয়ে আনছে অসংখ্য পরিবারে। সাক্ষাৎ যমদূত হিসেবে আবির্ভূত হচ্ছে দুই চাকার এই যান্ত্রিক বাহন। বিশেষ করে রাজধানীর ট্রাফিকব্যবস্থায় হুমকি হয়ে দাঁড়িয়েছে মোটরসাইকেল। তাজ্জব করার মতো তথ্য হলো- বিশ্বের সবচেয়ে ধনী দেশ যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি মোটরসাইকেল চলাচল করে বাংলাদেশের রাজধানী ঢাকায়। অথচ যুক্তরাষ্ট্রের জনসংখ্যা যেমন অনেকটাই বেশি তেমন আয়তনও প্রায় ৫৮ গুণ। ঢাকার সঙ্গে তুলনা আরও হাস্যকর। দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের ফলশ্রুতিতে গত দেড় দশকে অস্বাভাবিক হারে বেড়েছে মোটরসাইকেলের সংখ্যা। ধনাঢ্য শুধু নয়, নিম্নবিত্ত পরিবারের সন্তানদের জীবনযাপনেও তা নিত্যসঙ্গীতে পরিণত হয়েছে। গতিময় মোটরসাইকেল চালানো এখন স্টাইল ও ফ্যাশনে পরিণত হয়েছে। এ বাহন চালিয়ে অনেকে জীবিকা নির্বাহ করছেন। অনেক কর্মজীবী মানুষ যানজটের শহরে মোটরসাইকেলে চলাফেরাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় মনে করছেন। তীব্র যানজটের কারণে অনেকেই দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যবহার করছেন মোটরসাইকেল। এ ইতিবাচক প্রবণতার পাশাপাশি সারা দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। অনেকে দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ববরণ করেছেন, বয়ে বেড়াচ্ছেন দুর্বিষহ জীবন। কেউ হারিয়েছেন পা, কেউ হাত। কেউ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে শুধু নিজে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন না, পরিবারের স্বাভাবিক জীবনে হয়ে উঠেছেন বোঝা। দুর্ঘটনায় নিহতের বাবা-মাসহ স্ত্রী-সন্তানদের জীবন তছনছ হচ্ছে। অনেকে ছিলেন একমাত্র উপার্জনকারী, আবার অনেকে ছিলেন মধ্য ও নিম্নবিত্ত পরিবারের স্বপ্ন। বিশেষজ্ঞদের মতে, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে মোটরসাইকেলের ব্যাপক উপস্থিতি অন্য যানবাহনের জন্য রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় চলতি বছরের মার্চে অন্তত ২৩৩ জন নিহত হয়েছেন। এসব প্রাণহানির বড় অংশ ঘটেছে চালকের বেপরোয়া মনোভাবের কারণে। মোটরসাইকেল দুর্ঘটনা রোধে বেপরোয়া চালকদের চিহ্নিত করে লাইসেন্স বাতিলসহ অন্যান্য সাজার ব্যবস্থা করা যেতে পারে। হেলমেট ছাড়া চলাচলের ক্ষেত্রেও কঠোর দণ্ডের ব্যবস্থা থাকা দরকার।
শিরোনাম
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
মোটরসাইকেল
বেপরোয়াদের সামাল দিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর