বিএনপির শীর্ষ নেতা দলের নেতা-কর্মীদের সাফ জানিয়ে দিয়েছেন, অপরাধে জড়ালে কোনো ছাড় নয়। তারই ব্যাখ্যা দিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করে বিএনপি বলেছে, অনৈতিক ও অপরাধমূলক কাজের বিষয়ে দলের অবস্থান ‘জিরো টলারেন্স’। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ইমেজ নষ্টকারীদের বিরুদ্ধে একই মনোভাব। কারণ গত বছরের ৫ আগস্ট গণ আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বিএনপির কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মী প্রায় রাতারাতি নানা অপকর্মে জড়িত হয়েছেন। এসব ঘটনা সমাজমাধ্যমে ব্যাপকভাবে নেতিবাচক প্রচারণা ছড়ায়। মানুষ বলতে থাকে, ‘সরকার পরিবর্তনে সমাজের সব ক্ষেত্রে চাঁদাবাজি, দখলদারি, প্রভাব বিস্তার, অপরাধ-দুর্নীতি-দৌরাত্ম্যের হাতবদল হয়েছে মাত্র। মানুষের অবস্থা গরম কড়াই থেকে জ্বলন্ত চুলায় পড়ার মতো না হয়!’ এরকম একটা প্রেক্ষাপটে দেশে-বিদেশে বিএনপির ইমেজ ক্ষুণ্ন হতে থাকে। স্বভাবতই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টা ভাবিয়ে তুলেছে দলের নীতিনির্ধারকদের। এ অবস্থা থেকে উত্তরণ এবং ভাবমূর্তি ধরে রাখতে ইতোমধ্যে প্রায় ৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দলটি। তাদের উপলব্ধি, পদক্ষেপ ও সুদৃঢ় অবস্থান গ্রহণকে সাধুবাদ। সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দলটি এখন নির্বাচনমুখী। আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ধরে প্রস্তুতি শুরু করেছে তারা। আর আগামী নির্বাচন যে দেশের ইতিহাসে দৃষ্টান্ত সৃষ্টিকারী হবে-এ ব্যাপারে দেশে-বিদেশে সংশ্লিষ্ট সবাই যথেষ্ট আশাবাদী। বিশ্ব পরিমণ্ডলে মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে, এ নির্বাচনে ‘সাংবিধানিক প্রতিষ্ঠান’ নির্বাচন কমিশন সত্যিকার স্বাধীন, নিরপেক্ষ ও প্রভাবমুক্তভাবে ভোটের সার্বিক কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হবে বলেও প্রত্যাশা অংশীজনদের। ফলে নির্বাচনে অংশ নিয়ে যারা ক্ষমতায় যেতে বা ক্ষমতার অংশীদার হতে চান-তাদের সবারই অত্যন্ত সতর্ক হওয়া প্রয়োজন। এবার আর বাঁকা পথে মোক্ষলাভ হবে না। নতুন বাংলাদেশে ভোট হবে সুপ্রাচীন চুলচেরা আদর্শের নিরিখে। কোনো ফন্দিফিকির চলবে না। কেন্দ্র থেকে তৃণমূলের নেতা-কর্মী পর্যন্ত কারও সিদ্ধান্তের ভুল, পদক্ষেপের বিচ্যুতি, অপরাধ-দুর্নীতি-দুরাচার দলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। বিএনপির মতো অন্য রাজনৈতিক দলগুলোকেও বিষয়টি অনুধাবন করা অতি প্রয়োজন।
শিরোনাম
- ২৫ বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করলো মাইক্রোসফট
- স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, নিজের মুখপাত্রকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
- গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ জুলাই)
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
বিএনপির জিরো টলারেন্স
সব দলের অবস্থান এমনই হোক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর