ভারত ও পাকিস্তান সর্বাত্মক যুদ্ধে জড়ালে এবং তা দীর্ঘস্থায়ী হলে দক্ষিণ এশিয়ায় শুধু বাংলাদেশের রপ্তানি-বাণিজ্যই হুমকিতে পড়বে তা নয়, বরং এটা সারা বিশ্বেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ, প্রধানত এ দুই দেশ থেকে আমদানি করা তুলা ও সুতা দিয়ে তৈরি পোশাক পশ্চিমা দেশগুলোতে রপ্তানি হয়। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য হচ্ছে ভারত ও পাকিস্তান। জুলাই গণ অভ্যুত্থানের পর ঢাকা-দিল্লি সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, স্বভাবতই তার প্রভাব পড়েছে ব্যবসাবাণিজ্যে। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত করেছে ভারত। বাংলাদেশও স্থলপথে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে। এর মধ্যে ভারত ও পাকিস্তানের হামলা-পাল্টা হামলা, যুদ্ধংদেহি ব্যাপক রণপ্রস্তুতি গোটা দক্ষিণ এশিয়ায় উদ্বেগজনক টালমাটাল পরিস্থিতি সৃষ্টি করেছে। এ অবস্থা দীর্ঘায়িত হলে হুমকির মুখে পড়বে বাংলাদেশের প্রায় অর্ধশত বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি খাত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ না হতেই ভারত-পাকিস্তান সামরিক সংঘাত মহাদুশ্চিন্তার ভাঁজ ফেলেছে দেশের নিট এবং তৈরি পোশাক খাতসহ রপ্তানি সংশ্লিষ্ট উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কপালে। বস্তুত যে কোনো অস্থিরতাই ব্যবসাবাণিজ্যে বিরূপ প্রভাব ফেলে। সেক্ষেত্রে ভারত-পাকিস্তান উত্তেজনা দ্রুতই প্রশমিত না হলে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের ক্ষতির শঙ্কা বেশি। সর্বাত্মক যুদ্ধ শুরু হলে এমনও হতে পারে যে, শিল্পের কাঁচামালের অভাবে ইউরোপ-আমেরিকার ক্রেতাদের সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব হবে না। সে বিবেচনায় গার্মেন্ট শিল্পের শতভাগ রপ্তানি নিয়েই আশঙ্কা রয়েছে। যা দেশের শিল্পবাণিজ্য এবং জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত অনভিপ্রেত। এজন্য জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের মধ্যস্থতায় রণসাজ ত্যাগ করুক আজন্ম শত্রুভাবাপন্ন দুই দেশ ভারত ও পাকিস্তান। অশান্তি কখনো কারও জন্যই কল্যাণ বয়ে আনে না। তার ভয়ংকর বিভীষিকাময় অভিজ্ঞতা রয়েছে বিশ্বের। ফলে ও পথ পরিত্যজ্য। ‘রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়’- এ প্রবচন মিথ্যা নয়। ভারত-পাকিস্তান সংঘাতের সবচেয়ে বড় শিকার সীমান্তের দুই পাশের মানুষ। প্রতিবেশী দেশগুলো। উত্তেজনার এই গনগনে উত্তাপের প্রেক্ষাপটে পরমাণু শক্তিধর দুটি দেশের সরকার ও শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের বোধোদয় হোক যে, যুদ্ধ নয় শান্তি-ই কাম্য। শুধু ওই দুই দেশের জন্যই নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্থিতিশীলতা, উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখার স্বার্থে দ্রুত সমঝোতায় ফিরুক তারা।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
হুমকিতে রপ্তানি খাত
দ্রুত সমঝোতায় ফিরুক দুই দেশ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর