শহীদের মাস, বিপ্লবের মাস জুলাইয়ের দ্বিতীয় পক্ষকাল চলছে। জুলাই বিপ্লবের বর্ষপূর্তির মাসটি শেষ হওয়ার আগেই ঘোষণা করার কথা জাতীয় ঐকমত্যের সনদ। কিন্তু জাতীয় সনদ প্রণয়নের কাজ এখনো চূড়ান্ত হয়নি। এর মূল কারণ, রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলো নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য। যদিও জাতীয় ঐকমত্য কমিশন আপ্রাণ চেষ্টা করছে যেন দলগুলো কিছুটা ছাড় দিয়ে হলেও একটা মতৈক্যে পৌঁছায়। অতিসম্প্রতি লক্ষ করা যাচ্ছে, মৌলিক কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে নতুন অনৈক্য সৃষ্টি হয়েছে। প্রধান দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে রাজনৈতিক অঙ্গন ক্রমেই উত্তপ্ত হচ্ছে। ঐক্যের সুর তিরোহিত হয়ে নতুন করে শোনা যাচ্ছে অনৈক্যের প্রতিধ্বনি। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে গত বছর জুলাই বিপ্লব করে ছাত্র-জনতা। গণ অভ্যুত্থানে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটলে দেশবাসী আশান্বিত হয়, রাজনীতিতে সুবাতাস বইবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়বে। প্রতিহিংসার পরিবর্তে গুরুত্ব পাবে ঐক্য ও সমঝোতার রাজনীতি। কিন্তু সবকিছু গ্রাস করে নিচ্ছে রাজনৈতিক দলগুলোর পরস্পর সন্দেহ, সংশয় ও মিথ্যাচার। ফলে জুলাই বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রণয়ন করতে যাওয়া জাতীয় সনদের মৌলিক ইস্যুতে ঐকমত্য নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি নিয়ে কেউই সুনির্দিষ্ট মতৈক্যে পৌঁছাতে পারছে না। মৌলিক কিছু ইস্যুতে দলগুলোর অনড় অবস্থান অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, ভোটের আনুপাতিক হার (পিআর), জাতীয় সংসদে নারী আসন নিয়ে একমত হতে পারেনি দলগুলো। আগামী সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠেও অনৈক্যের সুর ক্রমেই তীব্র হচ্ছে। নির্বাচনের দিন-তারিখ ও রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয় সংস্কার ইস্যুর সুরাহা না হতেই যেভাবে বিরোধ প্রকাশ্য রূপ নিচ্ছে, তাতে জনগণ বিরক্ত ও হতাশা প্রকাশ করছে। চলমান সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে ঐকমত্যের পরিবর্তে অনৈক্য নিকট-ভবিষ্যতের জন্য মোটেই কল্যাণকর নয়। রাজনৈতিক দলগুলো দ্রুত ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে তাদের অনৈক্যের ছিদ্র দিয়ে প্রবেশ করবে অপশক্তি; যারা জুলাই বিপ্লবের জাতীয় চেতনা নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ষড়যন্ত্র রুখতে জুলাই বিপ্লবের ঐক্য সমুন্নত রাখতে হবে। দ্রুত নির্বাচন অনুষ্ঠান ও সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য নয়, ঐকমত্যই জাতির প্রত্যাশা।
শিরোনাম
- ভূমিসেবায় জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য : ভূমি সচিব
- ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের জয়
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় কমিটি গঠন
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
- চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
- সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২৯০ জন
- পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে শুভসংঘের সচেতনতা সভা স্বরূপকাঠিতে
- ‘জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’
- পূর্বাচলে হচ্ছে চার নতুন থানা
- রামদা দিয়ে কুপিয়ে ছাদ থেকে দুই শিক্ষার্থীকে ফেলে দিল 'স্থানীয়রা', উত্তপ্ত চবি
- একটি গোষ্ঠী সু-কৌশলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে : দুদু
- অটোরিকশা চালককে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, গ্রেপ্তার ২
- বিক্ষোভের মুখে চীন সফর বাতিল করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
- তিন মাস পর খুলছে সুন্দরবন, জেলে ও পর্যটন ব্যবসায়ীদের প্রাণচাঞ্চল্য
- নাটোরে চোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে প্রাণ গেল বৃদ্ধের
- চবি এলাকায় ১৪৪ ধারা জারি
- শাবিতে রক্তদানে উৎসাহিত করতে ‘সঞ্চালন’-এর নতুন উদ্যোগ
- উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করল ইরান
- কানাডার মন্ট্রিয়লে দু’দিনব্যাপী ৩৯তম ফোবানা সম্মেলন শুরু