দেশের আইনশৃঙ্খলা নিয়ে ১১ মাসে কোনো সুখবরই নেই। কর্তৃত্ববাদী শাসন অবসানের পর আশা করা হয়েছিল নিত্যপণ্যের ঊর্ধ্বগতি সামাল দেওয়া হবে। মানুষের কর্মসংস্থানে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ। কমবে ঘুষ-দুর্নীতি। কিন্তু সুখবর নেই কোথাও। বিশেষ করে আইনশৃঙ্খলার ক্ষেত্রে দেশ যেন মধ্যযুগের মাৎস্যন্যায়ের দুর্বিপাকে আবর্তিত হচ্ছে। রাজধানীসহ প্রধান তিন মহানগরী ইতোমধ্যেই ক্রাইম জোনে পরিণত হয়েছে। সুশীল অন্তর্বর্তী সরকার দুষ্টের দমন ও শিষ্টের পালনের ক্ষেত্রে কোনো সাফল্যই দেখাতে পারেনি। রাজধানীর আইনশৃঙ্খলা গত দুই যুগের যে কোনো সময়ের চেয়ে খারাপ। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি সবকিছু চলছে পাল্লা দিয়ে। রাজধানী ঢাকা নতুন পরিচয় অর্জন করেছে ক্রাইম জোন হিসেবে। এ বছরের প্রথম ছয় মাসে রাজধানীতে ২১৭টি খুনের ঘটনা ঘটেছে। ছিনতাই, মাদক কারবার ও চাঁদাবাজির ঘটনাও বেড়েছে পাল্লা দিয়ে। বিশেষ করে মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডের নৃশংসতা ছাপিয়ে গেছে অতীতের সব কালো অধ্যায়। ঢাকা মহানগর পুলিশের তথ্য অুনযায়ী, শুধু ২০২৫ সালের প্রথম ছয় মাসেই রাজধানীতে ৭ হাজার ৮২৭টি অপরাধে মামলা হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৮ ভাগ বেশি। সবচেয়ে বেশি অপরাধ বেড়েছে সদরঘাট, মুগদা, যাত্রাবাড়ী, রূপনগর, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা ও মিরপুর এলাকায়। সংশ্লিষ্টদের মতে, পৃষ্ঠপোষক বা সাইনবোর্ড পরিবর্তন করে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। রাজধানীতে জানুয়ারিতে ৩৬, ফেব্রুয়ারিতে ৩৮, মার্চে ৩৩, এপ্রিলে ২৯, মে-তে ৩২ ও জুনে ৪৯ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ঢাকার অপরাধ নিয়ন্ত্রণে কেবল অভিযান নয়, প্রয়োজন বিচারব্যবস্থার গতি, কমিউনিটি পুলিশিংব্যবস্থা কার্যকর এবং তরুণদের জন্য খেলাধুলা, প্রশিক্ষণ কেন্দ্রসহ বিকল্প প্ল্যাটফর্ম গড়ে তোলা। নয় তো যুব শ্রেণির একাংশ অপরাধীদের হাতে জিম্মি হয়ে যাবে। রাজধানীর বাইরের অবস্থা যে আরও নাজুক তা সহজেই অনুমেয়। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বন্দরনগরী চট্টগ্রাম, অন্যতম প্রধান নগরী খুলনাও ক্রাইম জোন হিসেবে বিবেচিত হচ্ছে সুশীল শাসনামলে। ভালো নেই গাজীপুর, নারায়ণগঞ্জসহ অন্য সব মহানগরীর মানুষ। গ্রামগঞ্জের কথা না বলাই ভালো। নিজেদের সুনামের স্বার্থেই সরকারকে আইনশৃঙ্খলা প্রশ্নে কঠোর হতে হবে, সময় ফুরানোর আগেই।
শিরোনাম
- ঢাকায় বৃষ্টির আভাস, দিনের তাপমাত্রা বাড়তে পারে
- চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মঙ্গলবার
- ভোট দিতে হলে বাধ্যতামূলক ভোটার আইডি থাকতে হবে: ট্রাম্প
- আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প, ২০ জনের বেশি নিহত
- গাজা ইস্যুতে তুরস্কের অবস্থান স্পষ্ট: প্রেসিডেন্ট এরদোয়ান
- বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
- নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক : বলেছেন প্রধান উপদেষ্টা
- ট্রান্সফার ফির রেকর্ড গড়ে নিউক্যাসলে ভল্টামাডা
- টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ একজন আটক
- জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি
- বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা
- ফাহমিদার কণ্ঠে বৃষ্টির গান ‘মেঘলা আকাশ’
- দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্প ‘সহযাত্রী’
- ঝলমলে ক্যারিয়ারে নতুন কীর্তি পোলার্ডের
- ভূমিসেবায় জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য : ভূমি সচিব
- ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের জয়
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় কমিটি গঠন
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
- চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
- সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
আইনশৃঙ্খলা
মাৎস্যন্যায়ের অবসান কাম্য
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর