দেশে বিনিয়োগ চাঙা করতে দরকার ভালো নির্বাচন, সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থনধন্য গণতান্ত্রিক সরকার। না হলে দেশিবিদেশি বিনিয়োগকারীরা ভরসা পান না। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তাও অত্যাবশ্যক। বিনিয়োগের জন্য চাই স্থায়ী নীতিমালা, জটিলতামুক্ত প্রশাসনিক সহায়তা ও নির্ভরযোগ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি। সেজন্য অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান হলে দেশ, জাতি ও জাতীয় অর্থনীতির জন্য কল্যাণকর বলে বিবেচিত হবে। এটা যেন কোনো অনভিপ্রেত কারণে ব্যাহত, বিঘ্নিত বা বিলম্বিত না হয়- সেজন্য রাজনৈতিক নেতৃত্বসহ সব অংশীজনের সদিচ্ছা, সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। শনিবার রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির ‘এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। বলা হয়, এলডিসি গ্র্যাজুয়েশন হলে পোশাক খাতের বড় কারখানাগুলোর তেমন অসুবিধা না হলেও অনেক ছোট ও মাঝারি কারখানা বন্ধ হওয়ার শঙ্কা আছে। এ পরিপ্রেক্ষিতে আপাতত এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর আবেদন করলেও আমাদের প্রস্তুতি চলমান থাকতে হবে। মনে রাখতে হবে, এলডিসি গ্র্যাজুয়েশন শুধু সরকারের অর্জন নয়, এটা বেসরকারি খাত এবং জনগণের জাতীয় অর্জন। স্বল্পোন্নত দেশের কাতার থেকে আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের কথা ছাব্বিশের নভেম্বরে। জাতিসংঘের নির্ধারিত সূচকগুলোতে ধারাবাহিক সাফল্য অর্জনের মাধ্যমে আর্থসামাজিক ও মানব উন্নয়নের নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে এলডিসি গ্র্যাজুয়েশন অর্জন হবে জাতির জন্য অগ্রগতির ঐতিহাসিক মাইলফলক। তবে স্বল্পোন্নত হিসেবে আমরা যেসব সুবিধা, সহযোগিতা ও ছাড় পেতাম, তার কিছু সঙ্কুচিত হবে, কিছু বাদ পড়বে। যেমন ওষুধশিল্পে প্যাটেন্ট সুবিধা থাকবে না। ফলে ওষুধের দাম বেড়ে যেতে পারে। এ ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের বিকল্প নেই। এজন্য আরও কিছুটা সময় পাওয়া গেলে ভালো। সে সময়ে প্রযুক্তির উন্নতি, উৎপাদনশীলতা ও বন্দরের গতিবৃদ্ধিসহ সক্ষমতা ঘাটতির দিকগুলো ভরাট করে নিতে হবে। এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তাতে জিততেই হবে।
শিরোনাম
- অমোচনীয় কালি মুছে যাচ্ছে, স্বচ্ছতা নিয়ে প্রার্থীদের শঙ্কা
- রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
- কলম্বিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
- চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের
- ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
এলডিসি গ্র্যাজুয়েশন
এ চ্যালেঞ্জ জিততে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর