বগুড়ার শেরপুরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজবাড়ী এলাকার চন্ডিপুকুর থেকে এটি উদ্ধার করা হয়। জানা যায়, বৃহস্পতিবার শরিফ নামের এক ছেলে পুকুরে খেলার সময় মূর্তিটি দেখতে পায়। এ সময় ফরিদ (৩৫), বুলবুল (৪০) ও নাছিম (৩২) মূর্তিটি হেফাজতে নেন। ওসি শফিকুল ইসলাম বলেন, লোকমুখে জানতে পেরেছি র্যাব মূর্তিটি উদ্ধার করেছে।