বান্দরবানে মা-মেয়েসহ একই পরিবারের ৩ জন ও অপর ঘটনায় ১ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। লামা পৌরসভার চাম্পাতলীতে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের তালাবদ্ধ বাসা থেকে গতকাল মা-মেয়েসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রবাসী নুর মোহাম্মদ এর ছোট ভাই আব্দুল খালেক বলেন, সারাদিন দরজা বন্ধ দেখে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা জানলা দিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নুর মোহাম্মদ এর স্ত্রী মাজেদা বেগম (৪০), তার সন্তান রাফি (১৩) ও নুরি (১০ মাস) লাশ উদ্ধার করে।
লামা সার্কেল এএসপি মো রেজায়নুল ইসলাম জানান, আমরা তালাবদ্ধ ঘর থেকে তিন জনের লাশ উদ্ধার করেছি। তাদের গায়ে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।
অপর দিকে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অলি কাটার ঝিরির একটি লেবু বাগানে এ জনের লাশ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ২টায় লাশটি দেখতে পেয়ে লামা থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
লাশটি চকরিয়ার মাইজ পাড়া এলাকার নুরুল ইসলাম ও ছমুদা বেগমের ছেলে মমিনুল ইসলামের (১৭) বলে জানা গেছে। নিহত মমিনুল হক পেশায় একজন মোটরসাইকেল চালক। লামার ফাইতং ইউনিয়নে লেবু বাগানে খুঁজে পাওয়া মমিনুল ইসলামের লাশ।
লাশ পাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ