লালমনিরহাটে সূর্য (১৪) নামের এক কিশোরের বিরুদ্ধে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, জেলা শহরের তালুক খুটামারা( নবীনগর) এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষক কিশোর সূর্য একই এলাকার ট্রাক চালক মিজানুর রহমান মিজানের ছেলে।
পুলিশ ও ধর্ষণের শিকার শিশুটির মা জানান, 'মেয়েকে বাড়িতে না পেয়ে রাত সাড়ে ৮টার দিকে আশেপাশে খুঁজতে থাকি। কোথাও না পেয়ে বাড়ী ফেরার সময় প্রতিবেশী মিজানুরের বাড়ীতে কান্নার আওয়াজ শুনতে পাই। দ্রত গিয়ে আমার মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।'
সদর হাসপাতালের চিকিৎসক ডা. দোলন জানান, 'শিশুর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশংকাজনক।'
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, 'এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।'
বিডি প্রতিদিন/ অন্তরা কবির