চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে খোকন গাজীকে (৫২) পুলিশ আটক করেছে। খোকন গাজীর বিরুদ্ধে সিলেট ও চাঁদপুরে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
শনিবার গোপন সংবাদে গভীর রাতে সদর মডেল থানার এসআই ফারুক আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ইচলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে দুটি দেশীয় রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইচুলীর ঢালীঘাট এলাকার মৃত সাদেক ঢালীর ছেলে মো. খোকন গাজীর বিরুদ্ধে ২০১১ সালের ১১ ডিসেম্বর মৌলভীবাজার সদর থানায় ১টি। ২০১৮ সালের ১৮ নভেম্বর চাঁদপুর হাজীগঞ্জ থানায় ১টি এবং ২০১৯ সালের জুলাই-এ সিলেট মৌলভীবাজার, শ্রীমঙ্গল থানায় ২টিসহ তার বিরুদ্ধে মোট ৪টি ডাকাতি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটকের বিষয়ে সদর মডেল থানায় ১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার