নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ও ডাহিয়া ইউপির ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে তাজপুর ইউপির হলরুমে ৪৯ লক্ষ ৮১ হাজার টাকার বাজেট ঘোষণ করেন তাজপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন।
বাজেট অধিবেশনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সিংড়া প্রেসক্লাব এর সভাপতি এমরান আলী রানা, মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হানিফসহ ইউপি সদস্যবৃন্দ।
এদিকে নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউপির ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে ডাহিয়া ইউপির হলরুমে ২ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার টাকা বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান এম এম আবুল কালাম। এ সময় স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার