কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে। সারদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১টায় শহরের ইসলামিয়া সুপার মার্কেটের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
মানববন্ধন শুরু হওয়ার পর পুলিশ গিয়ে বাধা দেয়। পুলিশি বাধার মুখে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। মানববন্ধনে কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা এমদাদুল্লাহ, সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, জেলা জাতীয় শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা মাহমুদুর রহমান, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোত্তাকি বিল্লাহ, জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত