কক্সবাজারের টেকনাফের উপকূলীয় বাহারছড়া মৎস্য ঘাটে অভিযান চালিয়ে ৩০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
শুক্রবার বিকালে উপজেলার সাবরাং ইউননিয়নের বাহারছড়া মৎস্য ঘাট থেকে জব্দকৃত কারেন্ট জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহয়তায় উপজেলা মৎস্য অধিদপ্তরের একটি টিম উপকূলীয় বাহারছড়া মৎস্য ঘাটে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণের সময় ৩০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। জব্দকৃত কারেন্ট জাল সৈকত পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো বলেন, জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৯লাখ টাকা। আগামী ২৩ জুলাই পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা, উপজেলা মৎস্য অধিদপ্তরের সদস্যরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন