করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন সফল করতে সাতক্ষীরার তালা উপজেলায় সরকারের নিদের্শ মেনে ঘরে থাকা খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের শৈব বালিকা বিদ্যালয় চত্বরে প্রায় একশ’ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকতা তারিফ উল হাসান।
এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাপড়ী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল-সহ ইউনয়ন পরিষদের সদস্য বৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম