করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধে কর্মহীন হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা। এমন অবস্থায় তাদের কষ্ট লাঘবে ময়মনসিংহের তিন হাজার পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
বুধবার সকালে নগরীর বড় বাজারস্থ মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। উদ্বোধনী দিনে ৬০০ মোটরযান শ্রমিকের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস বলেন, কাজ বন্ধ থাকায় পরিবহন শ্রমিকরা খুবই কষ্টের ভেতর দিয়ে দিন কাটাচ্ছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী ভালো করেই জানেন ও উপলব্ধি করছেন। সেজন্য করোনা সংকটে ববাবরের মত এবারও তিনি বিভিন্নভাবে শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের পাশে থেকে সহযোগীতা করে যাচ্ছেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, চলমান বিধিনিষেধে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের পরিবহন শ্রমিকরা। সেই বিষয়টি চিন্তা করেই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ময়মনসিংহে তিন হাজার পরিবহন শ্রমিকের প্রত্যেককে ১০ কেজি করে মোট ৩০ মেট্রিক টন চাল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
বিডি প্রতিদিন/এ মজুমদার