মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৩৩ নাম্বারে কল করে খাদ্য সহায়তা পেল ৭০ জন দুস্থ পরিবার। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
সরকারের বিশেষ সহায়তায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আটা, তেল, চিনি, লবানসহ ১৫ কেজি ওজনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, এনডিসি এবিএম আরিফুল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন