বগুড়া’র সোনাতলা উপজেলার উত্তর কালাইহাটা-বালিয়াডাঙ্গা রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে এ ঢালাই কাজের উদ্বোধন করেন সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, তেকানী চুকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক নুর আল লিখন প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন