মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু খুন হয়েছেন। নিহতের নাম শরীফ। সে শহরতলীর শাহজীবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে। এ ঘটনাটি ঘটে শনিবার রাতে শহরের কলেজ সড়কে প্রেসক্লাবের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে আহতাবস্থায় এই যুবক রাস্তায় পরে ছটফট করছিল। এসময় লোকজন এগিয়ে এসে তার নাম জানতে চাইলে সে বলে শরীফ। শান্তিবাগ এলাকার জনৈক সজিব নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে সে বলে জানায়। খবর পেয়ে পুলিশ এসে শরীফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফকে দেখে মৃত বলে জানান।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘জানতে পারি শরীফ ও সজিব দুই বন্ধু ছিল। হয়ত কোন বিষয় নিয়ে তাদের মধ্য ঝগড়ার পর এই ছুরিকাঘাতের ঘটনা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। সজিবকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার