বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ ওএমএস এর চাল ও আটা খোলাবাজারে সুলভমূল্যে বিক্রয় শুরু হয়েছে। মোরেলগঞ্জের ১৪ হাজার ৪০০ পরিবার ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১৮ টাকা কেজি দরে ৫ কেজি করে আটা ক্রয় করতে পারবেন। রবিবার বিকেল ৩টায় পৌরসভাসহ ৪টি স্থানে ডিলারের মাধ্যমে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও পৌরসভা মেয়র এমএম মনিরুল হক তালুকদার আনুষ্ঠানিকভাবে চাল, আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা খাদ্য কর্মকর্তা মো. সোহেল আকতার এ সময় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা বলেন, করোনাকালীন দুঃসময়ে অসচ্ছল পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী সুলভমূল্যে চাল ও আটা ক্রয়ের ব্যবস্থা করেছেন। ১২ দিনে মোরেলগঞ্জে ১৪ হাজার ৪ শত পরিবার ৫ কেজি করে চাল ও আটা কিনতে পারবে।
বিডি প্রতিদিন/আল আমীন