২৭ জুলাই, ২০২১ ২১:২৪

বগুড়ায় এফবিসিসিআই'র স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় এফবিসিসিআই'র স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী প্রদান

বগুড়া জেলা সিভিল সার্জনের কাছে এফবিসিসিআই প্রদত্ত স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ২টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, মেডিকেল রেগুলেটর ১০টি, অক্সিজেন সিলিন্ডার ১০টি ও ২০ হাজার সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়। সিভিল সার্জনের সভাকক্ষে জেলা প্রশাসক মো. জিয়াউল হক এসব সামগ্রী সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরীর কাছে প্রদান করেন। 

এসময় বগুড়া চেম্বার অফ কমার্স সভাপতি মাছুদুর রহমান মিলন সিআইপি, মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান, আরএমও ডা: শফিক আমিন কাজল, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহীন, বগুড়া চেম্বার অফ কমার্স এর সহ-সভাপতি মাহফুজুল ইসলাম রাজ, এনামুল হক দুলাল, চেম্বার পরিচালক তৌফিকুর রহমান বাপ্পী ভান্ডারী, হাসান আলী আলাল, সাইরুল ইসলাম, গোলাম কিবরিয়া বাহার, আবু ওবায়দুল হাসান ববি, অশোক রায় উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ অহেতুক ঘর থেকে বের না হওয়ার আহবান জানান।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর