২৮ জুলাই, ২০২১ ১৩:০০

ঝিনাইদহে করোনা টিকা কেন্দ্র গুলোতে ভীড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে করোনা টিকা কেন্দ্র গুলোতে ভীড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

ঝিনাইদহে করোনা টিকা নিতে আসা কেন্দ্র গুলোতে বেড়েছে ভীড়। সকাল থেকেই সদর হাসপাতালে ভীড় বাড়তে থাকে। বেলা বাড়ার সাথে সাথে টিকা গ্রহীতাদের সারি হয় দীর্ঘ।

লাইনে দাঁড়িয়ে টিকা কেন্দ্রগুলো থেকে টিকা গ্রহণ করছেন নানা বয়সী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। 

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ‍দ্বিতীয় দফায় জেলায় ৬০ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে। আজ পর্যন্ত ২৬ হাজার ৮৬৪ ডোজ টিকা প্রদান করা হয়েছে। প্রতিদিন আড়াই হাজার ব্যক্তিকে টিকা দেওয়া হচ্ছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর