নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার পৃথক দু'টি স্থানে উন্মুক্ত জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে খালিয়াজুরীর দু'টি গ্রামে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের আদাউড়া গ্রামের জীবন সরকারের মেয়ে শ্রীয়সী সরকার (২) বাড়ির পাশে হাওরের উন্মুক্ত জলাশয়ে পরে গিয়ে মারা যায়।
অপরদিকে প্রায় একই সময়ে একই উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে তরিকুল ইসলাম (২) বাড়ীর সামনে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
এ দু'টি মৃত্যুর ঘটনা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান জানান, মৃত্যু দু'টির বিষয়ে থানায় পৃথকভাবে অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ