ফরিদপুরের বোয়ালমারীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, সহসভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক মো. এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মো. সেলিম। স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তাগণ বঙ্গমাতার বর্ণাঢ্য জীবন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন