শরীয়তপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সভাকক্ষে বুধবার দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ।
পরে পুলিশ সুপারের কার্যালয় মাঠে ও জেলা পুলিশ লাইনে ফলজ ও ঔষুধি গাছ রোপণ করেন জেলা পুলিশ সুপার মো. এস এম আশরাফুজ্জামান।
পুলিশ ও পুনাকের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীয়তপুর সদর দপ্তর তানভীর হায়দার শাওন।
আরও উপস্থিত ছিলেন নড়িয়া সার্কেল এসপি মিজানুর রহমান, পুনাকের জেলা সভাপতি কাজী আরিফা আশরাফ, আফসানা চৌধুরী, ওসি আনোয়ার হোসেন ,পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন ও পুনাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমআই