রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় মো. সারোয়ার হোসেন (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত সারোয়ার হোসনে সিরাজগঞ্জ জেলার তারাশ থানার বানিবহ গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সাওরাইল ইউনিয়নের পাংশা-নারুয়া পাকা সড়কের দুইটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সারোয়ার হোসেন কয়েকদিন পূর্বে ঝিনাইদহ জেলার শৈলকূপাতে কাজে যান। সেখান থেকে নাদুরিয়া ঘাট হয়ে বাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। নাদুরিয়া ঘাট পার হয়ে ইজিবাইকে সাওরাইল গ্রামে আসলে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন,ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন