জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খাবার বিতরণ করা হয়েছে। রবিবার কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলের পক্ষ থেকে ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র অবলম্বনের শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এছাড়াও আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলার ৯৯টি স্থানে দলীয়ভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ ও সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, কামরুল ইসলাম বাদল, হান্নান শেখ, খোকন বালা, অমৃত লাল হালদার, মাইকেল ওঝা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বাবলু হাজরা, শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর বৈদ্য অনুপসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে আমরা জাতীয় শোক দিবস পালন করছি। সকাল ৭টায় উপজেলা সদরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে আমাদের দিনের কর্মসূচি শুরু হয়। এ বছরের জাতীয় শোক দিবসে আমরা দলীয়ভাবে উপজেলার ৯৯টি স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করছি।
বিডি প্রতিদিন/এমআই