করোনা রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার জন্য বগুড়া জেলা বিএনপি অফিসে করোনা হেল্প সেন্টার চালু করা হয়েছে। ইতিমধ্যে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজের আহ্বানে সাড়া দিয়ে করোনা হেল্প সেন্টারে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, ওষুধসহ চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে করোনা হেল্প সেন্টারের জন্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. হেলালুজ্জামান তালুকদার লালুর কাছে ওষুধ প্রদান করেন ড্যাব নেতা ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ডা. আশিক মাহমুদ ইকবাল স্বাধীন।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, ফজলুর বারী তালুকদার বেলাল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, কে, এম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতা এসএম তাজুল ইসলাম, আদমদীঘি উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক টিকন।
আরও উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, বগুড়া জেলা যুবদল নেতা প্রবাল শিবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান আরমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু শাহীন, ছাত্রদলের সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মীর মুন, যুবদল নেতা হাসান সোহাগ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষে মামুনুর রশীদ মামুন, শফিকুল ইসলাম লিখন, মিনহাজুল ইসলাম। উক্ত করোনা হেল্প সেন্টারে অসহায় রোগীদের জন্য ফ্রি ওষুধের ব্যবস্থাসহ মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেন ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমেও চিকিৎসা সেবা প্রদান করছেন।
বিডি প্রতিদিন/এমআই