জামালপুরের মেলান্দহ উপজেলায় রাস্তার পাশে পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে জামালপুর-মেলান্দহ সড়কের বেতমারী এলাকা থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মায়নুল ইসলাম জানান, শনিবার সকাল ১১টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের বেতমারী এলাকায় রাস্তার পাশে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ