ভাঙ্গায় বিকাশ প্রতারক দলের সদস্য সন্দেহে মাদকসহ এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব-৮ ফরিদপুরের একটি দল। রবিবার বিকেলে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ওই তরুণের নাম মো. তৌহিদ হাওলাদার (২৩)। তিনি মিয়াপাড়া গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১১টি ইয়াবা বড়ি, ৩ বোতল ফেন্সিডিল এবং ৬টি মোবাইল ফোনসহ ৭টি সিমকার্ড জব্দ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ফরিদপুর র্যাব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাংগা থানাধীন মিয়াপাড়া গ্রাম এলাকায় কিছু ব্যক্তি বিকাশ প্রতারণার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে। ঘটনা সত্যতা পাওয়ার পর রবিবার মিয়াপাড়া গ্রামে অভিযান করে মো. তৌহিদ হাওলাদারকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৮ ফরিদপুরের কোম্পানী কমান্ডার মেজর আব্দুর রহমান বলেন, মো. তৌহিদ হাওলাদার বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিকাশ প্রতারণার মাধ্যমে জনসাধারণের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে ভাঙ্গা তানায় মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলাদাযেরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার