খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল রাফিকে অপহরণের ঘটনায় পলাতক আসামি মো. মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর, ২নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, অপহরণের ঘটনার পর থেকে পলাতক ছিল মো. মনির। গত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, চোর ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে। মাদক, চুরি, ছিনতাইসহ সকল অপকর্মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
এর আগে গত রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে শিক্ষার্থী আল রাফিকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী। ওই দিন বিকাল সাড়ে ৫টার দিকে পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে পানছড়ি মোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় জড়িত বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়। বাদশা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার থেকে কামরুল ইসলাম নামে আরও এক অপহরণকারীকে আটক করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিল মামলার তালিকাভুক্ত আসামি মনির। তাকে আটকের পরপরই তার স্বীকারোক্তির ভিত্তিতে অপহরণে ব্যবহৃত ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম)টি পুলিশ উদ্ধার করে।
এ নিয়ে অপহরণের ঘটনায় পৃথক পৃথক অভিযানে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনী।
বিডিপ্রতিদিন/কবিরুল