ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা হাজী কল্যাণ সংস্থার উদ্যোগে হাজী সমাবেশ ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের উপস্থিতিতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা হাজী কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হক মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ মোহাম্মদ আবু জাফর। তিনি বলেন, “ধর্মীয় মূল্যবোধ সমন্বিত রেখে হাজীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। হাজীদের ঐক্যবদ্ধ থেকে পরস্পরের আপদ-বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”
সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।
এছাড়াও আলোচনায় বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা আলহাজ্ব ইদ্রিস আলী মিয়া, আলহাজ্ব নবাবউদ্দিন টোকন মিয়া, সহ-সভাপতি প্রফেসর আলহাজ্ব আবদুস সালাম, আলহাজ্ব মুন্সি আবু তালেব, আলহাজ্ব শহিদ মোল্লা, আলহাজ্ব আফজাল হোসেন, মুফতি তয়েবুর রহমান, সদস্য আলহাজ্ব আব্দুল ওহাব মাস্টার ও আলহাজ্ব মুসারেফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আশিক