সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন আশাশুনি উপজেলার বোয়ালডাঙা গ্রামের বিজির আলীর ছেলে আমজাদ হোসেন (৮৪) ও একই উপজেলার কুল্যা গ্রামের ধনায় গাজীর ছেলে সেকেন্দার আলী গাজী (৮০)। দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের রুস্তম আলি সরদারের ছেলে আজিজ সরদার (৭৪)।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাটাএন্টি অপেরেটর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরায় এ পর্যন্ত করোনা উপসর্গে মারা গেছেন ৬৯৩ জন। আর করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ১০০ জন।
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত হাসপাতালে ৮৯ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ৬ জন পজিটিভ। অন্যরা উপসর্গে চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘন্টায় নতুন ১৯ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২৭ জন। আর আইসিইউতে রয়েছেন ৭ জন।
বিডি প্রতিদিন/আল আমীন