রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার সদর উপজেলার মৃত খালেক মিয়ার ছেলে রাকিব (৪০) ও দুর্ঘটনায় নিহত মুক্তারের নাম জানা গেলেও তার ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া পায়নি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাকিব ও মুক্তার ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাংশা কলেজ মোড় এলাকায় ভাঙ্গা ব্রিজের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়দের সংবাদ পেয়ে ফায়াস সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পাংশা ফায়ার সার্ভিস ও স্টেশন কার্যালয়ের স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহ দুইটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার