গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাথালিয়া এলাকায় মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার জাথালিয় এলাকায় মঙ্গলবার দুপুরে একটি কারখানায় অবৈধ ভাবে বনের ভিতর পুরাতন টায়ার পুড়িয়ে তেল তৈরি করেন। টায়ার পুড়ার গন্ধে এলাকার সাধারণ মানুষের জীবন যাপন করা মুশকিল হয়ে পরে এবং পরিবেশ দূষণের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতে ওই কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন পেশকার মাহবুব আলম, আনসার সদস্যসহ প্রশাসনিক কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার