কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আবির আহমেদ ফটু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন আবির আহমেদ ফটুর ছেলে রায়হান আহমেদ। তিনি জানান, বাদ মাগরিব কুমিল্লা হাইস্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
জানা যায়, কাউন্সিলর ফটু কুমিল্লা পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনবার পৌর কমিশনার এবং বর্তমানে সিটি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ফটু বীর মুক্তিযোদ্ধা শহীদ সৈয়দ আবদুল হামিদের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফটুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই